Review: কুশা: প্রারম্ভ
কুশা: প্রারম্ভ by MisbaMy rating: 4 of 5 stars
প্রথম প্রথম য়্যুয়ানকে যতটা ভালো ভেবেছিলাম পরে দেখি ততটা না। আর রুয়েমকে প্রথমদিকে খুবই বিরক্তিকর লাগত, পরে দেখি আসলে তার চিন্তাধারা-কাজকর্ম বেশ মজার! যতবার অন্যদের সাথে তার কথোপকথনগুলো আসছে, কিছু কিছু জায়গায় তো রীতিমত হেসে উঠছি। আর কুশা... কুশার অতীত, তার ক্ষমতার স্বরূপ, সে কী চায় আর আদতে কী করবে, তা এখনও ধোঁয়াটে। দেখা যাক, কী হয়, কারণ বইটার নামই আভাস দিচ্ছে, তার ভূমিকা কতখানি এ গল্পে... আর এতগুলো দল/ সংঘ পরস্পরের বিরুদ্ধে বা অন্তত ভিন্ন নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করছে, কে কার সাথে শেষ পর্যন্ত হাত মিলায়, সেটা জানার একটা অদম্য আগ্রহ কাজ করছে। বইটার প্রায় তিন-চতুর্থাংশই শেষ। বাকিটা দ্রুত শেষ করতে মনও চাচ্ছে, আবার কীভাবে শেষ হয় (নতুন কোন রহস্য রেখে) সেটা নিয়েও ভাবনা হচ্ছে, যেহেতু এ কাহিনীটার আরও খণ্ড আসার কথা।
View all my reviews



![Midnight Sun [2008 Draft]](https://s.gr-assets.com/assets/nophoto/book/50x75-a91bf249278a81aabab721ef782c4a74.png)
















Comments
Post a Comment